বর্ধমান শহরের যানজট এবং টোটো নিয়ন্ত্রণে বৃহস্পতিবারই একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন জেলাশাসক, পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা। এরপর শুত্রুবার শহরের জিটি রোডের উপর অবৈধ পার্কিং, বেআইনি ভাবে ভারী গাড়ি দাঁড় করিয়ে রাখা ও নির্মাণ সামগ্রী ফেলে রাখার বিরুদ্ধে অভিযান চালালো পূর্ব বর্ধমান জেলা পুলিশ।
বর্ধমান রেল স্টেশনের সামনে জিটি রোড এলাকা থেকে নবাবহাট পর্যন্ত এই অভিযান চালানো হয়। জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর সঞ্জয় চ্যাটার্জীর নেতৃত্বে একটি টিম এই অভিযান চালায়। ভাঙাকুঠি এলাকায় জিটি রোডের উপর বেশ কিছুদিন ধরে দুটি ট্রাক রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখার অভিযোগে গাড়ি দুটিকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এই ধরণের অভিযান লাগাতার চালানো হবে। পাশাপাশি এও জানানো হয়েছে, জিটি রোডের ধারে কোন ভারী যানবাহন দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা যাবে না। নির্মাণ সামগ্রী ফেললেও দ্রুত তা তুলে নেওয়ার ব্যবস্থা করতে হবে। এদিনের পুলিশি এই অভিযানে খুশি জিটি রোডের উপর চলাচলকারী সাধারণ মানুষ সহ অন্যান্য যানবাহন চালকরা।