পূর্ব বর্ধমানে আবগারি দপ্তর বর্ধমান শহর ও শহর সংলগ্ন এলাকায় হানা দিয়ে বেআইনি চোলাই মদের ঠেক ভাঙল। উদ্ধার প্রচুর পরিমাণে চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম। স্বধীনতা দিবসের দিন যাতে কোথাও কোন ঝামেলা না হয় এবং বহুদিন ধরে বর্ধমানের বিভিন্ন এলাকায় বেআইনি চোলাই মদ তৈরির অভিযোগ উঠছিল। মঙ্গলবার বর্ধমান শহরের গুডস শেড রোড, মেহেদিবাগান ও শহর সংলগ্ন বিজয়রাম, শক্তিগড় ও হাটগোবিন্দ পুরে অভিযান চালানো হয়। বিজয়রামে চোলাই মদ তৈরি করার সময় বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালানো হয়। নষ্ট করা হয় প্রচুর পরিমাণে চোলাই ও চোলাই তৈরির উপকরণ। এছাড়াও পূর্ব বর্ধামান জেলার বহু জায়গাতেই এই অভিযান চলে সারাদিন ধরে। বর্ধমান শহর ও সংলগ্ন এলাকায় অভিযানে আটক হয়েছে ৪২ বোতল দেশী মদ, ২১০লিটার চোলাই মদ, ৪৫০০ লিটার জাব, হাঁড়ি ১২ টি, বাখর ১০কেজি। এব্যাপারে বেশ কয়েকটি মামলা রুজু করা হয়েছে।
Like Us On Facebook