.

বৃহস্পতিবার ভাতাড় দাশরথি হাজরা মেমোরিয়াল কলেজে সাইবার ক্রাইম ও সোশ্যাল মিডিয়া বিষয়ে সচেতনতা বাড়াতে একটি সেমিনারের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ভাতাড় থানার ওসি, পূর্ব বর্ধমান সাইবার ক্রাইম সেলের ওসি সহ ভাতাড় কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা। এদিন সাইবার ক্রাইম সেলের ওসি সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রুখতে এবং সাইবার ঝুঁকি মোকাবিলায় কি করণীয় সে বিষয়ে উপস্থিত সকলকে অবহিত করেন। কলেজের ছাত্র-ছাত্রীর এদিনের সেমিনারে নিজেদের সাইবার নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষজ্ঞের পরামর্শ মন দিয়ে শোনে।

Like Us On Facebook