দীর্ঘদিন ধরেই জেলা জুড়ে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফে’র প্রচার চলছে জোরকদমে। কিন্তু এখনও অনেক বাইক আরোহীকে দেখা যায় মাথায় হেলমেট পরার থেকেও হাতে বা বাইকের হ্যান্ডেলে হেলমেট ঝুলিয়ে রাখতেই স্বাচ্ছন্দ্য। শুক্রবার সেই সব বাইক আরোহীদের সচেতন করল বর্ধমানের ট্রাফিক পুলিশ।
শুক্রবার সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচির অঙ্গ হিসাবে বর্ধমানে ট্রাফিক পুলিশ কর্মীরা হেলমেটহীন বাইক আরোহীদের আটকে জরিমানা করার পাশাপাশি যে সমস্ত বাইক আরোহীরা হাতে বা হ্যান্ডেলে হেলমেট ঝুলিয়ে যাচ্ছিলেন তাঁদের মাথায় হেলমেট পরিয়ে সচেতনতার পাঠ দিল। সেই সঙ্গে তাঁদের জানিয়ে দেওয়া হয় ভবিষ্যতে বিনা হেলমেটে ধরা পড়লে দ্বিগুণ জরিমানা দিতে হবে।
Like Us On Facebook