.

নাবালিকাকে ফুসলে নিয়ে পালিয়ে আসার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বর্ধমান জিআরপি। অভিযুক্ত শ্যাম নায়েকের বাড়ি পান্ডুয়ায়। বয়স ২৬ বছর। সে রাজস্থানে সোনার দোকানে কাজ করত বলে জানা গেছে। সেখানেই ওই নাবালিকার সঙ্গে তার পরিচয় হয়। বুধবার সে নাবালিকাকে নিয়ে রাজস্থান থেকে পশ্চিমবঙ্গে পালিয়ে আসছিল বলে অভিযোগ। সেই খবর পুলিশ সূত্রে বর্ধমান জিআরপির কাছে আসে। শুক্রবার ভোরে ডাউন যোধপুর এক্সপ্রেস বর্ধমান জংশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছলে তাদের দু’জনকেই আটক করা হয়। এদের মধ্যে ধৃত শ্যামকে শুক্রবার বর্ধমান আদালতে তোলে পুলিশ।

Like Us On Facebook