বর্ধমানের তেলিপুকুরের কাছে দাবিমতো চাঁদা না দেওয়ায় গাড়ি চালককে মারধর করা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম রাজা সাহানি। তেলিপুকুরের বালিডাঙায় তার বাড়ি। রবিবার রাতে তেলিপুকুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কয়েকজন যুবক তেলিপুকুর এলাকায় গাড়ি আটকে চাঁদা আদায় করছিল। একটি মুড়ি বোঝাই ছোট ট্রাককে আটকে তারা চাঁদা চাইলে চাঁদা নিয়ে চালকের সঙ্গে বচসা হয়। এরপর ওই যুবকরা গাড়ি চালককে বেধড়ক মারধর করে এবং গাড়ি ভাঙচুর করে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গাড়ি চালাকরা। এর ফলে বর্ধমান-আরামবাগ রোড সহ জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আক্রান্ত গাড়িচালক বর্ধমান থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাজা সাহানি নামের যুবককে গ্রেফতার করে। ধৃতকে সোমবার আদালতে তোলে পুলিশ।