নারীপাচার চক্রের সাথে যুক্ত থাকার অভিযোগে রবিবার এক ব্যক্তিকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মন্টু শেখ। বাড়ি বর্ধমানের বাজেপ্রতাপপুর ডাঙ্গাপাড়া।

গত ১৭ জুলাই পূর্ব বর্ধমানের ভাতাড়ের ঝুঝকোডাঙ্গা গ্রামে এক নাবালিকাকে ভিন রাজ্যে কাজ দেওয়ার নামে পাচারের অভিযোগ ওঠে দুই মহিলার বিরুদ্ধে। ভিন রাজ্যে পাচার করার পর কোনভাবে বাড়ি ফিরে আসার পর ওই নাবালিকাকে ফের ভুল বুঝিয়ে পাচারের চেষ্টার অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিকার চেয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। পুলিশ ২ জন মহিলা টুম্পা ও চাঁদনিকে গ্রেফতার করে। তদন্ত চালিয়ে পুলিশ শনিবার রাতে ওই চক্রের পান্ডা হিসেবে মন্টু শেখকে গ্রেফতার করে। রবিবার ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয়।

নারী পাচারের অভিযোগের ১৭ জুলাই তদন্তে ভাতাড়ের গ্রামে পুলিশ। টুম্পা ও চাঁদনী খাতুন নামে দুই মহিলাকে গ্রেফতার।
Like Us On Facebook