ডাকাত সন্দেহে পাঁচ জনকে গ্রেফতার করেছে বর্ধমানের দেওয়ানদিঘি থানার পুলিশ। ধৃতদের নাম দুর্যোধন মাঝি, শুভঙ্কর প্রামাণিক, সঞ্জয় হাজরা, ধনঞ্জয় বাগ ও শের আলি। বর্ধমান থানার দুবরাজদিঘি এলাকায় শের আলির বাড়ি। বাকিদের বাড়ি দেওয়ানদিঘি থানার পাঁচকুলায়।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে বর্ধমান-গুসকরা রোডে হলদি ব্রিজের কাছে একটি নির্জন জায়গায় কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় হানা দিয়ে পাঁচ জনকে ধরে। কয়েকজন পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে ছুরি, ভোজালি, লাঠি, রড, নাইলন দড়ি উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। রাস্তা দিয়ে যাওয়া গাড়িতে ছিনতাইয়ের উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করে পুলিশ।

Like Us On Facebook