শাটার ভেঙে ব্যাঙ্কে ঢুকে ভল্ট ভাঙার আগেই পুলিশের হাতে ধরা পড়লো চার ডাকাত। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও একজনকে ধরে পুলিশ। সাহানুই সমবায় ব্যাঙ্কের রসুলপুর শাখার ঘটনা। গভীর রাতে সমবায় ব্যাঙ্কে লুঠের চেষ্টা করে ডাকাত দল। ভল্ট ভেঙে টাকা লুঠের সময় হাতেনাতে ৫ দুষ্কৃতীকে ধরলো মেমারি থানার পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে মেমারির রসুলপুরে সাহানুই এসকেইউএস সমবায় ব্যাঙ্কে হানা দেয় দুষ্কৃতী দলটি। শাটার ভেঙে ভিতরে ঢোকে তারা। ব্যাঙ্কের আধিকারিক মোবাইলে সিসি ক্যামেরার লাইভ ফুটেজ থেকে বিষয়টি জানতে পারেন। সঙ্গে সঙ্গে তাঁরা মেমারি থানায় বিষয়টি জানান। ব্যাঙ্কের ভল্ট ভাঙার আগেই মেমারি থানার ওসি দেবাশীষ নাগের নেতৃত্বে ব্যাঙ্ক ঘিরে ফেলে পুলিশ।
ব্যাঙ্কের নীচে থাকা কয়েকজন দুষ্কৃতী পুলিশ দেখে চম্পট দেয়। মেমারি থানার ওসি দেবাশীষ নাগের নেতৃত্বে পুলিশ বাহিনী গিয়ে দেখে সমবায় ব্যাঙ্কের শাটার অর্ধেক নামানো রয়েছে। ভিতরে কয়েকজন রয়েছে। তারা ভল্ট ভেঙে টাকা বের করার চেষ্টা করছে। পুলিশ প্রথমে দুষ্কৃতীদের আত্মসমর্পণ করার জন্য বলে। কিন্ত পুলিশের কথায় কর্ণপাত না করায় পুলিশ ভিতরে ঢুকে ৪ জনকে গ্রেফতার করে। পরে আরও একজনকে গ্রেফতার করে।
বর্ধমান দক্ষিণের মহকুমা পুলিশ আধিকারিক আমিনুল ইসলাম খান জানান, গভীর রাতে সমবায় ব্যাঙ্কে ডাকাতির জন্য হানা দিয়েছিল দুষ্কৃতী দলটি। পুলিশ তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাদের পাকড়াও করেছে। ব্যাঙ্কের আধিকারিক পার্থ দে জানান, কিছুদিন আগে এই এলাকায় গ্রামীণ ব্যাঙ্কে ডাকাতির ঘটনা ঘটেছিল। তার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সিসি ক্যামেরা লাগানো হয়। তার উপকার পেলেন তাঁরা। ডাকাতি রোধ করা গিয়েছে। ব্যাঙ্কের কিছু খোওয়া যায়নি।