বর্ধমান ও তালিতের মাঝে পয়েন্ট ফেলিওরের জেরে দুপুর ১টা ৪৪ মিনিট নাগাদ আটকে পরে আসানসোলগামী লোকাল। বিকেল ৩টে ৩৭ মিনিট নাগাদ আপ শক্তিপুঞ্জ এক্সপ্রেস পাশ করাতে গেলে যাত্রীরা এক্সপ্রেস ট্রেন আটকে অবরোধ শুরু করেন। ট্রেনযাত্রীদের অবরোধে কার্যত স্তব্ধ হয়ে পড়ে রেল-পরিষেবা। আটকে পড়ে একাধিক আপ ও ডাউন এক্সপ্রেস ও লোকাল ট্রেন।
জানা গেছে, শুক্রবার বেলা দেড়টা নাগাদ বর্ধমান জংশন ছাড়ার পর পয়েন্ট ফেলিওরের জেরে দাঁড়িয়ে যায় লোকাল ট্রেন। পাশ দিয়ে শক্তিপুঞ্জ এক্সপ্রেস পাস করাতে গেলে লাইনের উপর অবরোধ করেন লোকাল ট্রেনের যাত্রীরা। অবরোধ চলে বিকেল ৫ টা পর্যন্ত। এর জেরে আটকে পড়ে অনেক লোকাল ট্রেন। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে অনেক আপ ও ডাউন এক্সপ্রেস ট্রেন। এর মধ্যে শক্তিপুঞ্জ এক্সপ্রেস, বালুরঘাট এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, জালিওয়ানাবাগ এক্সপ্রেস সহ আরও অনেক ট্রেন। এছাড়াও আরও অনেক ট্রেন চলাচল বিঘ্নিত ও বিলম্বিত হয়। একে লাইন বন্ধ তারপর অবরোধের জোড়া ফলায় বিপর্যস্ত যাত্রীসাধারণ। প্রবল গরম আর আটকে থাকার সমস্যায় নাজেহাল হয়ে পড়েন বিভিন্ন ট্রেনের যাত্রীরা। শেষ পর্যন্ত সন্ধ্যা নাগাদ ধীরে ধীরে রেল চলাচল শুরু হয়।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?