কলকাতার পর এবার পূর্ব বর্ধমানেও মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য চালু হল ‘পিঙ্ক মোবাইল পরিষেবা’। সামনেই পুজোর মরশুম। কোনও ভাবেই নারী নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সেদিকে বিশেষ নজর দিয়েছে সরকার। পুজোর সময় নারীদের জন্য বিশেষ নিরাপত্তার কথা মাথায় রেখে পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ মোবাইল পেট্রলিং ভ্যান চালু করা হল শনিবার। গোলাপি রঙে সাজানো এই ‘পিঙ্ক মোবাইল’ পেট্রোলিং ভ্যান এবারের পুজোয় শহর সহ বিভিন্ন এলাকায় টহল দেবে। এই পিঙ্ক ভ্যানে থাকবেন একজন মহিলা পুলিশ অফিসার সহ কয়েকজন মহিলা পুলিশ কনস্টেবল। মূলত এই ‘পিঙ্ক মোবাইল’ মহিলাদের সুরক্ষিত রাখতে বিভিন্ন এলাকায় পৌঁছে যাবে। ইতিমধ্যে জেলার মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ মহিলা বাইক বাহিনী রয়েছে। অতিরিক্ত ভাবে এই ভ্যান হাতে আসায় মহিলাদের নিরাপত্তায় আরও একধাপ এগিয়ে গেল পূর্ব বর্ধমান জেলা পুলিশ।

জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, জেলার মহিলাদের সুরক্ষার জন্য তাঁরা সর্বদা তৎপর রয়েছেন। দুর্গাপুজো উপলক্ষ্যে বর্ধমান শহর সহ সংলগ্ন এলাকায় প্রচুর ভীড় হয়। বাইরে থেকেও এই সময় অনেকেই আসেন বর্ধমানে। তাই মহিলাদের অতিরিক্ত সুরক্ষার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে শনিবার এই ‘পিঙ্ক মোবাইল’ ভ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে এবং মহিলা থানার হাতে তা তুলে দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই এই মোবাইল ভ্যান শহরের গোলাপবাগ, নার্স কোয়াটার মোড়, রাজবাটি মোড়, জেলখানা মোড়, মোহনবাগান মাঠ চত্বর সহ বিভিন্ন এলাকায় টহলদারী শুরু করে দিয়েছে।

Like Us On Facebook