বড়দিনের ছুটিতে আসানসোলের মাইথন পিকনিক স্পট জমে উঠেছে। হালকা শীতের আমেজে দূরদুরান্ত থেকে আসা পিকনিকাররা মাইথন ড্যামে নৌকাবিহারে মাতলেন। মাইথনে শুধু দূরের পর্যটকেরাই ভিড় জমান, এমন নয়। শহর লাগোয়া বাংলা-ঝাড়খন্ডের বাসিন্দারাও নিয়মিত সময় কাটাতে আসেন। মাইথনে নৌকাবিহার পর্যটকদের কাছে খুবই প্রিয়। পর্যটকরা নৌকায় চেপে দ্বীপগুলিতে বেড়াতে যান।

পিকনিক করতে আসা মানুষজনের অভিযোগ টাকা দিয়েও পরিষেবা মিলছে না। পরিচ্ছন্নতা সহ পানীয় জল ও বাথরুমের ঠিকমত ব্যবস্থা না থাকায় ভীষণ অসুবিধার সম্মুখিন হতে হচ্ছে। এব্যাপারে স্থানীয় প্রশাসনের বিশেষ নজর দেওয়া উচিৎ। প্রতিবছর ২৫ ডিসেম্বর বিশাল সংখ্যক মানুষ মাইথন ড্যামে পিকনিক করতে আসেন।

মাইথন ড্যামের নৌকাচালকরা বলেন, পর্যটকদের আসার উপরই নির্ভর করে আমাদের রুটিরুজি। পিকনিক স্পটে আসা মানুষজনের সুবিধার জন্য পরিকাঠামোর আরও উন্নয়ন প্রয়োজন। পর্যটকদের নৌকাবিহার করানোর জন্য সেফটি জ্যাকেট প্রয়োজন, কিন্তু তা আমরা যথেষ্ট সংখ্যায় পাচ্ছি না। এতে অনকেই নৌকায় চাপতে চাইছেন না।



Like Us On Facebook