সাত মাসের শিশুর শ্বাসনালী থেকে বের করা হল বিনের টুকরো। সফল অস্ত্রোপচার বর্ধমান হাসপাতালে। শিশুকন্যাটির নাম জেসিকা দে। বাবা জ্যোতিরাজ দে সাঁইথিয়ার একটি গীর্জার ফাদার। মা জ্যোৎস্না দে গৃহকর্ত্রী। বাড়ি বীরভূমের সাঁইথিয়াতে।
জানা গেছে, সোমবার সকালে বাড়িতে খেলার সময়ে শিশুটি কাঁচা সব্জীর মধ্যে থেকে বিনের একটি টুকরো খেয়ে নেয়। শ্বাসনালীতে বিনের টুকরোটি আটকে শ্বাসকষ্ট শুরু হয় শিশুটির। কি কারণে শ্বাসকষ্ট হচ্ছে বুঝতে না পেরে প্রথমে সাঁইথিয়া ও সিউড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সোমবার বিকেলের দিকে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়। বিষয়টির জটিলতা বুঝে দ্রুত মেডিকেল টিম গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ রাতেই শিশুটির অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। রিজিড ব্রঙ্কোস্কোপির মাধ্যমে বিনা রক্তপাতে শ্বাসনালী থেকে ওই বিনের টুকরো বের করা হয় সোমবার রাতেই। আপতত শিশুটি সুস্থ রয়েছে। হাসপাতালের ডেপুটি সুপার অমিতাভ সাহা জানান, খুব দ্রুত যদি অস্ত্রোপচার করা না যেত, তাহলে শিশুটির জীবনহানির আশঙ্কা ছিল। দ্রুততার সঙ্গে শিশুর অস্ত্রপ্রচার করা হয়। শিশুটি বর্তমানে সুস্থ আছে। খুশি ছোট্ট জেসিকার বাবা ও মা।