দীর্ঘদিন ধরে লিঙ্ক না থাকায় চরম ভোগান্তির অভিযোগ কামনাড়া ব্লক ভুমিসংস্কার দপ্তরে বিভিন্ন কাজ নিয়ে আসা মানুষজনের। মিউটেশন, এলআর, আরএস রেকর্ড, নাম পরিবর্তনের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ, ফলে চরম সমস্যায় পড়েছেন তাঁরা।
ব্লক ভূমি রাজস্ব আধিকারিক শ্রী মিহির হালদার জানিয়েছেন, গত ১৩ নভেম্বর থেকে অফিসের লিঙ্ক নেই। সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। পাশাপাশি বিষয়টি ঊর্ধতন কতৃপক্ষকেও জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব সমস্যাটি মেটানোর চেষ্টা করা হচ্ছে। উক্ত সমস্যার জন্য রাজস্ব ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। অতিরিক্ত জেলাশাসক (ভূমিসংস্কার) শ্রী প্রণব বিশ্বাস জানিয়েছেন, রাজস্ব নয় সাধারণ মানুষকে ভোগান্তিতে পরতে হচ্ছে সেটাই বড় কথা। রেলওয়ে ওভারব্রীজের কাজ চলাকালীন সংযোগকারী সংস্থার কেবল ছিঁড়ে যাওয়ায় বিপত্তির শুরু। যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।