দুর্গন্ধের সঙ্গে রোগের প্রাদুর্ভাব নিয়ে আতঙ্কে দিন কাটছে এখন বর্ধমানের কালনা রোডের এগ্রিকালচার ফার্ম সংলগ্ন এলাকার মানুষের। শুধু এই এলাকাই নয় বর্ধমান-কালনা রোড দিয়ে যাতায়াতকারী হাজার হাজার মানুষের নিত্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে বর্ধমান পুরসভার ডাম্পিং গ্রাউন্ড। পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে প্রতিদিন।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এখন পুরসভার গাড়ি আর ডাম্পিং গ্রাউন্ডে ঢোকে না। খোদ রাজ্য সড়কের পাশেই ফেলে দিয়ে চলে যাচ্ছে জঞ্জাল, ময়লা আবর্জনা। আর প্রতিদিন সেই নোংরা-আবর্জনার পাশ দিয়েই যাতায়াত করতে হচ্ছে তাঁদের। পরিস্থিতি এতটাই খারাপ যে, হেঁটে এই রাস্তা দিয়ে যাওয়াই যাচ্ছে না। নোংরা আবর্জনা থেকে নির্গত দুর্গন্ধ যুক্ত জল রাস্তার উপরে চলে আসছে। এর থেকে রোগ ছড়ানোর সম্ভাবনা নিয়েই যাতায়াত করতে হচ্ছে এই অঞ্চলের বাসিন্দাদের। বাসিন্দারা জানিয়েছেন, এরই পাশাপাশি মাঝে মাঝেই রাতে এই জঞ্জালের স্তুপে আগুন লেগে দুষিত ধোঁয়ায় চারিদিক ভরে যায়। এর ফলে শ্বাসকষ্টে ভুগছেন অনেকেই।
যদিও বর্ধমান পুরসভার প্রশাসক প্রণব চ্যাটার্জী জানিয়েছেন, পুরসভার বড় কম্প্রেসার মেশিনটি খারাপ হয়ে যাওয়ার জন্য এই অসুবিধা হয়েছে। ৭২ ঘন্টার মধ্যে এই সমস্যা মিটে যাবে বলে তিনি জানিয়েছেন। প্রণববাবু জানিয়েছেন, ডাম্পিং গ্রাউন্ডের ময়লা আবর্জনাকে বিজ্ঞানসম্মত ভাবে ব্যবহার করার জন্য কেএমডিএ কাজ শুরু করে দিয়েছে। এর থেকে সার তৈরি হবে এবং তাতে লভ্যাংশ পাবে পুরসভা। অন্যদিকে নন অর্গানিক বস্তুকে পুনরায় ব্যবহার উপযোগী করা হবে। তিনি জানিয়েছেন, এই প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে।