মাসখানেক আগে বর্ধমানের রমনাবাগানে জন্ম নেওয়া ময়ূরের ছানাটির মৃত্যু হল রবিবার সকালে। পশু চিকিৎসকরা জানান নিম্নচাপের প্রভাবে বৃষ্টি এবং হঠাৎ ঠাণ্ডা পড়ায় ঠাণ্ডা লেগে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে ময়ূরের ছানাটির। মাসখানেক ধরে মায়ের সঙ্গ ময়ূরের ছানাটিকে দেখতে দর্শনার্থীদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যাচ্ছিল। পঞ্চমীর সকালে ময়ূরের ছানার মৃত্যুর খবরে হতাশ দর্শনার্থী থেকে রমনাবাগান মিনি জু-এর কর্মীরা। দর্শনার্থীদের অভিযোগ, বৃষ্টি এবং ঠাণ্ডার আবহাওয়ায় ময়ূরের বাচ্চাটি নিয়ে আরও সতর্ক হওয়া উচিত ছিল রমনাবাগান কর্তৃপক্ষের।
উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর বর্ধমানের রমনাবাগানে জন্ম নেয় একটি ময়ূর। দীর্ঘদিন ধরে এখানে ময়ূরের বংশ বিস্তারের চেষ্টা চলছিল। কৃত্রিম উপায়ে বংশ বিস্তরের চেষ্টাও বিফল হয়েছিল। প্রাকৃতিক নিয়মে ডিম ফুটে ময়ূরের বাচ্চা হওয়ায় রমনাবাগান কর্তৃপক্ষও যথেষ্ট খুশি হয়েছিলেন। এই প্রথম রমনাবাগানে ময়ূরের বাচ্চা জন্ম নেওয়ায় চিড়িয়াখানা কর্তৃপক্ষও ছানাটিকে বাঁচিয়ে রাখতে যথেষ্ট সতর্কতা অবলম্বন করছিলেন। কিন্তু বাচ্চাটির মৃত্যুতে সকলেই হতাশ।