বাস থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাতে গিয়ে ধরা পড়ল দুই দুষ্কৃতী। ধৃতরা হল মুর্শিদাবাদের রঘুবীর চৌধুরি ও বর্ধমানের উদয়পল্লীর জিতু মাহাতো। জানা গেছে, শনিবার বিকেলে বর্ধমানের স্বস্তিপল্লীর বাসিন্দা বিশ্বজিৎ বসু টাউন সার্ভিস বাসে চেপে কার্জনগেটের দিকে আসছিলেন। বীরহাটার কাছে ওই দুই দুষ্কৃতী ৩৮ হাজার টাকা সমেত বিশ্বজিৎবাবুর ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। বিশ্বজিৎবাবুর চিৎকার শুনে অন্য যাত্রীরা দুই দুষ্কৃতিকে ধরে ফেলেন। মারধরের পর তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিশ্বজিৎবাবু তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
Like Us On Facebook