টোটো চালককে ছুরি মেরে পালিয়ে গেল দুষ্কৃতী। গুরুতর জখম টোটো চালক সনৎ বড়ালকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।সনৎ বড়ালের বাড়ি পূর্ব বর্ধমানের আউশগ্রামের শিবদা কলোনীতে।
বৃহস্পতিবার সন্ধ্যায় টোটো চালিয়ে গুসকরা থেকে বাড়ি ফেরার পথে বলগোনা মোড়ে এক যুবক তাঁর টোটো ভাড়া করে। তাঁর সঙ্গে রফা হয় দুশো টাকায় ভাতাড়ের দেবপুর পর্যন্ত তাকে পৌঁছে দেবে। কিন্তু দেবপুর যাওয়ার পর টোটো আরোহী ওই যুবক রামপুর পর্যন্ত পৌঁছে দেবার অনুরোধ করে টোটো চালককে। এরপর রামপুরের ক্যানেলপুলে টোটো থেকে নামিয়ে দিয়ে সনৎ বড়াল ভাড়া চায়। ভাড়ার টাকা বের করার সময়ই পকেট থেকে ছুরি বের করে অতর্কিতে হামলা চালায়। সনৎ বড়ালের গলায়,গালে ছুরি চালিয়ে সে পালিয়ে যায়। এরপর রক্তাক্ত অবস্থায় সনৎ বড়াল টোটো চালিয়ে দেবপুরে পৌঁছায়। তার আত্মীয়রা তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
Like Us On Facebook