বৃষ্টি কমলেও পাশ দিয়ে বয়ে যাওয়া সেচ খালের জল উপচে প্লাবিত বিঘের পর বিঘে জমি। মেমারি থানার জাবুইয়ে বর্ধমান-কালনা রোডের উপর দিয়ে বইছে জল, ব্যাহত যান চলাচল। রাস্তার উপর দিয়ে জল বওয়ায় বড় গাড়ি যেতে পারলেও অসুবিধার সম্মুখীন হচ্ছে ছোট গাড়িগুলি। ফলে ছোট গাড়িগুলি ঘুর পথে জাবুই থেকে কন্দর্পপুর হয়ে যাওয়া শুরু করলে স্থানীয়রা সেই রাস্তা অবরোধ করে। ভোগান্তির শিকার হচ্ছে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল, প্রশাসনকে বলে কোন সুরাহা হয়নি তার উপর গ্রামের রাস্তা দিয়ে গাড়িগুলি যাতায়াতের ফলে রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাস্তা মেরামতের দাবিতে বাধ্য হয়ে তাঁরা অবরোধ করেছেন। পরে মেমারি ২-এর বিডিও বিশাখ ভট্টাচার্য ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেন স্থানীয়রা। এদিকে বিঘের পর বিঘে জমি জলের তলায় তলিয়ে যাওয়ায় ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কায় কৃষকরা।

Like Us On Facebook