ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের মূল ভবনের একাংশ। শনিবার রাত ৮ টা নাগাদ স্টেশন ভবনের অনুসন্ধান কেন্দ্র লাগোয়া প্রবেশ পথের উপরের অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায় ২ জন জখম হয়েছেন বলে জানা গেছে। ঘটনাকে ঘিরে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেল ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা সহ পুলিশ আধিকারিকরা।

জানা গেছে, বৃটিশ আমলে নির্মিত বর্ধমান স্টেশনের মূল ভবনটির রক্ষাণাবেক্ষণ ও সৌন্দর্যায়নের কাজ চলছিল। এদিন রাত ৮টা নাগাদ অনুসন্ধান কেন্দ্র লাগোয়া স্টেশনের প্রবেশ পথের উপরের অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়লে যাত্রীদের মধ্যে ছোটাছুটি শুরু হয়ে যায়। ধ্বংসস্তুপের মধ্যে কেউ আটকে পড়লেন কিনা সেই ব্যাপারে সকলে চিন্তিত হয়ে পড়েন। ঠিক সেই সময় ভেঙে পড়া অংশের উপরের একটি অংশ ফের ভেঙে পড়লে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছুটে আসেন জিআরপি, রেল পুলিশ ও রেলের আধিকারিকরা সহ জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। ঘটনাস্থলে আনা হয় দমকলের দুটি ইঞ্জিন ও জেসিবি মেশিন। সর্তকতামূলক ব্যবস্থা হিসাবে পুরো এলাকাটি ঘিরে দেয় রেল পুলিশ ও আরপিএফ। স্টেশন ভবনের বাকি অংশের উপর নজর রাখছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।



Like Us On Facebook