সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের তৃতীয় বর্ষের ফল প্রকাশিত হল। সোমবার দুপুর ১২ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করলেন, উপস্থিত ছিলেন সহ-উপাচার্য ষোড়শীমোহন দাঁ। কলা, বিজ্ঞান ও বাণিজ্যিক বিভাগের পার্ট-৩ এর ফল প্রকাশ করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা বলেন, ‘ত্রুটিমুক্ত ফলপ্রকাশ হয়েছে। কেবল মাত্র একজনের ফল অসম্পুর্ণ আছে। সোমবার থেকেই পড়ুয়ারা তাদের কলেজ থেকে রেজাল্ট সংগ্রহ করতে পারবে।’ সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করে উপাচার্য পরীক্ষা এবং ফল প্রকাশের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানান সঠিক সময়ে ত্রুটিমুক্ত ফলপ্রকাশ করার জন্য। উল্লেখ্য, এই প্রথম বর্ধমান বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিক ভাবে সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করল।
Like Us On Facebook