মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও বর্ধমান বিশ্ববিদ্যালয় যৌথ ভাবে দূরশিক্ষা বিভাগের হলঘরে এক অভিনব কর্মশালার আয়োজন করে। ‘পরিচিতি’ নামের এই কর্মশালার উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, অতিরিক্ত জেলাশাসক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রমুখ।
জেলাপরিষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে ‘পরিচিতি’ নামের একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বাড়ি বাড়ি গিয়ে সরকারের বিভিন্ন প্রকল্পের কাজের ব্যাপারে মূল্যায়ণ করবেন। এজন্য জেলা প্রশাসনের তরফ থেকে ২১টি প্রশ্নের তালিকা তৈরি করে দেওয়া হচ্ছে। ১২টি গ্রামের উপর প্রথম পর্যায়ে এই মূল্যায়ণের কাজটা হবে। রাজ্যের মধ্যে পূর্ব বর্ধমান জেলায় প্রথম এই কর্মসূচি নেওয়া হচ্ছে।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে, মোট ২৫০ জন ছাত্র-ছাত্রী ‘পরিচিতি’ নামে কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এক একটি দলে ২০ জন করে পড়ুয়া থাকবেন। জেলাপরিষদ সূত্রে জানানো হয়, ১০০ দিনের কাজ, জনস্বাস্থ্য, স্কলারশিপ, বিভিন্ন পেনশন স্কীম সহ ৬টি দফতরের কাজের উপর মূল্যায়ণ করবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এই কর্মসূচির ট্রেনিং দেওয়া হল। ছাত্র-ছাত্রীরা গ্রামে গ্রামে গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলি নিয়ে গ্রামবাসীদের সুবিধা-অসুবিধার কথা জেনে রিপোর্ট তৈরি করে প্রশাসনের কাছে জমা দেবেন। এই রিপোর্ট তৈরির দক্ষতার নিরিখে তিনটি দলকে পুরস্কৃত করবে জেলা প্রশাসন।
রাজ্যের মধ্যে প্রথম কালনা মহকুমায় প্রশাসনিক কাজ দেখভাল করতে ‘আলাপ’ নামে কর্মসূচি নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে খবর, এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্বেচ্ছাসেবকের ভূমিকায় অবতীর্ণ হবেন। কন্যাশ্রী প্রাপকদের নিয়ে ‘আলাপ’ কর্মসূচির মতোই এবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে ‘পরিচিতি’ কর্মসূচি অনন্য নজির সৃষ্টি করবে বলেই পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের ধারণা।