জন্মদিনে ১৫০ লোককে নিমন্ত্রণ করে খাওয়ানোর ক্ষেত্রে সব্জী বিক্রেতা বাবা এবং পরিচারিকার কাজ করা মায়ের আর্থিক অভাব মানতে না পেরে অভিমানে আত্মঘাতী হল দশম শ্রেণির এক ছাত্রী। মৃত ছাত্রীর নাম রীতা রায় (১৫)। বাড়ি বীরভুমের বোলপুর থানার কৃষ্ণবাটি এলাকায়। সে স্থানীয় শৈলবালা গার্লস হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী ছিল। বুধবার ছিল তার জন্মদিন।
ছাত্রীর মা চুমকি রায় জানিয়েছেন, ‘তাঁর চার মেয়ের মধ্যে দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। মেয়েদের মধ্যে রীতা ছোট মেয়ে। ৩ অক্টোবর রীতার জন্মদিন ছিল। বাড়িতে জন্মদিন পালন করবে বলে ১৫০ জনকে নিমন্ত্রণ করে রীতা ও তার দিদি। কিন্তু ১৫০ জনকে খাওয়ানোর জন্য অনেকটা খরচ। আমাদের সে সামর্থ নেই। সে কথা মেয়েদের জানাই। এনিয়ে দুই মেয়ের সাথে বচসাও হয়। তারপরই রীতা ঘরের দরজা বন্ধ করে গায়ে আগুন লাগায়।’ রীতাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বর্ধমান হপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই শুক্রবার রীতার মৃত্যু হয়। রীতার এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।