গুজরাত বিধানসভার সামগ্রিক ফলাফলই বলে দিচ্ছে আগামী লোকসভা ভোটে বিজেপিকে ‘ঢুঁড়তে রহে জাওগে’। মঙ্গলবার বুদবুদের মহাকালী হাই স্কুল ময়দানে আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি পর্বে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সম্মেলনে একথা বলেন রাজ্যের মন্ত্রী তথা বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। অরূপবাবু বলেন, মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফাঁকা আওয়াজ দেখে তিতিবিরক্ত। তাই সামনের লোকসভা ভোটে বিজেপিকে আর খুঁজে পাওয়া যাবে না বলে দাবি করেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী তথা বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। অরূপবাবু বলেন, বাংলার মানুষ কখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমা করবে না। কারণ মোদীজী গত লোকসভা ভোটের সময় ২ কোটি যুবক-যুবতীকে চাকরি দেবার কথা ঘোষণা করেছিলেন।
এদিন অরূপবাবু বিজেপির সঙ্গে সিপিএমকেও বিজেপির কাছে আত্মসমর্পণ করেছে বলে দুষলেন। বুদবুদে মঙ্গলবার পঞ্চায়েত সম্মেলনে রাজ্যের আর এক মন্ত্রী স্বপন দেবনাথও উপস্থিত গ্রামবাসীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা এদিনের সমাবেশে রাজ্যের দুই মন্ত্রীর বক্তব্য শোনার জন্য ভিড় জমান।
বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় হতাশায় বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপিতে নীতি আদর্শের কিছু নেই। আছে শুধু হতাশা। বুদবুদের মহাকালী স্কুল ময়দানে মঙ্গলবার পঞ্চায়েত রাজ সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন তৃণমূল কংগ্রেস নেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়। অনন্যা বন্দ্যোপাধ্যায় বলেন, একসময়ে আমি ও জয় বন্দ্যোপাধ্যায় একসঙ্গে তৃণমূল কংগ্রেসের মঞ্চে বক্তব্য রাখতাম। কিন্তু আমার দিদির উপর বিশ্বাস ও ভরসা অটুট রয়েছে তাই আমি এই মঞ্চে বক্তব্য রাখছি আর জয় হতাশায় বিজেপিতে যোগ দিয়েছে। আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আগে ঘর শত্রু বিভীষণদের তৃণমূল কংগ্রেসের দল থেকে খুঁজে বার করার আহ্বান জানান তৃণমূল কংগ্রেসের এই রাজ্য নেত্রী।