পঞ্চায়েতে কাজ সেরে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ কালনার সুলতানপুর পঞ্চায়েতের প্রধান সুকুর সেখ ও তাঁর সঙ্গী বাপন সেখ। ঘটনাটি ঘটেছে কালনার সুলতানপুর পঞ্চায়েতের হরিশঙ্করপুর এলাকায়। আহতদের উদ্ধার করে কালনা হাসপাতালে পাঠালে সেখানে মৃত্যু হয় বাপন সেখের। গুরুতর জখম সুকুর সেখকে কলকাতায় স্থানান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা নাগাদ তৃণমূল পরিচালিত কালনার সুলতানপুর পঞ্চায়েতের প্রধান সুকুর সেখ তাঁর সঙ্গী বাপন সেখের সঙ্গে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে হরিশঙ্করপুর এলাকায় কয়েকজন দুষ্কৃতী তাঁদের পথ আটকায়। বাঁশ দিয়ে মারধর করে এবং দুজনকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলির শব্দে স্থানীয় মানুষজন ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় প্রধান ও তাঁর সঙ্গীকে উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে বাপন সেখের মৃত্যু হয়। গুরুতর জখম সুকুর সেখকে রাতেই কলকাতায় স্থানান্তর করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।