দেশ জুড়ে চরম আলোড়ন তৈরী করে শেষমেষ মুক্তি পেল পদ্মাবত। মুম্বাই, আমেদাবাদ সহ বেশ কিছু জায়গায় ছবি মুক্তিকে কেন্দ্র করে বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটলেও বাংলায় এই ছবি নিয়ে বড় কোন গোলমালের খবর পাওয়া যায়নি। বর্ধমানেও নিশ্চিন্তে দর্শকরা উপভোগ করলেন পদ্মাবত।
আইনক্সের ইষ্টার্ণ রিজিওনের রিজিওনাল ডিরেক্টর শুভাশীষ গাঙ্গুলী জানিয়েছেন, নিরাপত্তার বিষয়ে তাঁরা বড় সিনেমায় নিজেদের আভ্যন্তরীণ নিরাপত্তা বাড়িয়ে দিয়ে থাকেন। অ্যান্টি পাইরেসি রাউন্ড নেওয়া হয়। এমনিতেই ২৬ জানুয়ারি, ১৫ আগস্ট, ২ অক্টোবর তাঁরা আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে একটু বেশি সতর্ক থাকেন। পদ্মাবত নিয়ে যেহেতু দেশ জুড়ে বিতর্ক দেখা দিয়েছিল তাই তাঁরা লোকাল থানাকে জানিয়ে রেখেছেন। প্রয়োজনে পুলিশ মোতায়ন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
তিনি জানান, সাধারণত শুক্রবার সিনেমা মুক্তি পায়। যেহেতু বৃহস্পতিবার কাজের দিন ছিল তাই হল ভর্তি না হলেও দর্শক সংখ্যার বিচারে খারাপ হয়নি। অপরদিকে, বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের সম্পাদক বাপ্পাদিত্য দাঁ বলেছেন, সংস্কৃতি লোকমঞ্চ এবং মেট্রোতে প্রচারের অভাবে এদিন দর্শক সংখ্যা কম ছিল। শেষ সময়ে ছবি আসায় প্রচারও করা যায়নি।