ভয়াবহ আগুনে ভস্মীভূত একটি তেল মিলের তুষের গুদাম। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের সিউড়ি রোডে আউশগ্রামের বেলাড়ির কাছে। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুন লাগার কারণ জানা যায় নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে ধানের তুষ থেকে তেল তৈরি করার ওই মিলে তুষের গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে কর্মীরা ছুটে যান। তাঁরা দেখতে পান তুষের গুদামে আগুন ধরে গেছে। তাঁরা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু ধানের তুষ অত্যন্ত দাহ্য বস্তু হওয়ায় আগুন দ্রুত গোটা গুদামে ছড়িয়ে পড়ে। মিলের কর্মীরা দমকলে খবর দিলে দ্রুত দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা দেখে দমকল কর্মীরা আরও দুটি ইঞ্জিনকে ডেকে পাঠান। বর্ধমান এবং ভাতাড় থেকে মোট তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। টানা কয়েক ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে। তুষের গুদামটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল ও পুলিশ। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।