করোনা পরিস্থিতিতে দিকে দিকে অক্সিজেন সিলিন্ডারের আকাল। আর এই সুযোগে এক শ্রেণীর ব্যবসায়ী রীতিমত অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারিতে নেমে পড়েছেন। কলকাতা ও শহরতলী এলাকায় এই ধরণের কালোবাজারি নিয়ে পুলিশ ধরপাকড় চালাচ্ছে। আর এবার খোদ বর্ধমানে অক্সিজেন সিলিন্ডার নিয়ে কালোবাজারির অভিযোগে মেমারি থানার পুলিশ আটক করল এক ব্যক্তিকে। উদ্ধার একাধিক সিলিন্ডার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রান্নার গ্যাসের গোডাউন থেকে উদ্ধার হয়েছে অক্সিজেন সিলিন্ডার।
মেমারি ২ ব্লকের পাহাড়হাটি বিডিও অফিসের কাছেই রান্নার গ্যাসের গোডাউন থেকে এই সিলিন্ডার উদ্ধার হওয়ায় গোটা এলাকা জুড়েই শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। উদ্ধার হয়েছে ১০ টি অক্সিজেন সিলিন্ডার। আটক করা হয়েছে একজনকে। জানা গেছে, গোপন সুত্রে খবর পেয়ে মেমারি থানার ওসি দেবাশীষ নাগের নেতৃত্বে অভিযান চালায় মেমারি থানার পুলিশ। এছাড়াও মেমারি শহর থেকে উদ্ধার হয়েছে আরও একটি অক্সিজেন সিলিন্ডার। পুলিশ সূত্রে জানা গেছে, চড়া দামে সিলিন্ডারগুলি বিক্রি করা হত করোনা মহামারীর মতন সুযোগে। রবিবার সিলিন্ডারগুলি স্বাস্থ্য দফতরের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সুত্রে জানা গেছে।