আবারও দুন এক্সপ্রেস থেকে উদ্ধার শতাধিক কচ্ছপ। উদ্ধার করল বর্ধমান জিআরপি। গোপনসূত্রে খবর পেয়ে পানাগড় থেকে নজরদারি চালিয়ে বর্ধমান স্টেশনের ৫ নং প্লাটফর্মে দুন এক্সপ্রেস পৌঁছলে নামানো হয় কচ্ছপগুলিকে। যদিও সঙ্গে থাকা দুজন পালিয়ে যায়। উদ্ধার হওয়া কচ্ছপ জিআরপির পক্ষ থেকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।
Like Us On Facebook