রানিগঞ্জের আমড়াসোতার বাঁশড়া অঞ্চলে বহিরাগতদের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষ হয়। গ্রামবাসীরা একটি গাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

গ্রামবাসীদের অভিযোগ, শান্তিপূর্ণ ভোটের মধ্যেই কয়েকটি গাড়ি করে বহিরাগতরা গ্রামে ঢুকে বোমা বন্দুক নিয়ে বুথ দখলের চেষ্টা করে। গ্রামবাসীরা বহিরাগতদের একটি গাড়িকে আটকে ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয়। সেই সময় বহিরাগতরা গ্রামবাসীদের লক্ষ্য করে প্রচুর বোমা ও গুলি ছোঁড়ে। একটি বাসেও ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

সালানপুর থানার দেন্দুয়া পঞ্চায়েতের হদলা গ্রামে বহিরাগতদের তাণ্ডবের অভিযোগ স্থানীয় মানুষজনের। স্থানীয়দের মারধর করা হয়েছে এবং গুলিও চালানো হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীরা একজোট হয়ে বহিরাগতদের প্রতিরোধ করে।


Like Us On Facebook