বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে এবছর দেবীর গহনা ও বস্ত্র প্রভৃতি নিলাম হবে ৩ দিন ধরে। অন্যান্য বছরে একদিন হলেও এবারে ৩ দিন ধরে নিলামের উদ্যোগ নিয়েছে মন্দিরের পরিচালন কমিটি। মন্দিরের পরিচালন কমিটির সম্পাদক শ্যামলেন্দু চট্টোপাধ্যায় জানান, অন্যান্যবার মন্দিরে দেবীর নামে ভক্তদের দেওয়া এই সমস্ত কাপড় বা ছোটখাটো গহনাগুলি দুর্গাপুজোর আগে একদিন নিলাম করা হত। এর ফলে অনেক সময়ই গহনা বা বস্ত্রগুলি অবিক্রিত অবস্থায় পড়ে থাকত। স্বাভাবিকভাবেই সেগুলির বাজারদরও তুলনামূলকভাবে কমে যেত। তিনি জানান, এই সমস্ত গহনা বা বস্ত্র বিক্রিত অর্থ সারাবছর ধরে দেবীর পুজো সংক্রান্ত কাজেই ব্যবহার করা হয়ে থাকে। এবছর ১৩ আগষ্ট রবিবার, ১৪ আগষ্ট জন্মাষ্টমী এবং ১৫ আগষ্ট স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পরপর ৩ দিন ছুটি থাকায় তাঁরা এই তিনদিন ধরেই সকাল ৯ টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এই সমস্ত জিনিস নিলেমের উদ্যোগ নিয়েছেন। এরফলে অন্যান্যবার যেখানে একদিনে যতজন মানুষ আসতেন বা কেনার সুযোগ পেতেন তাঁরা আশা করছেন এবারে তা অনেকটাই বাড়বে। ফলে নিলাম থেকে সংগৃহীত অর্থও বাড়ার আশা করছেন। প্রসঙ্গত, তিনি জানান, কেবলমাত্র দুর্গাপূজো উপলক্ষেই প্রচুর অর্থের প্রয়োজন হয়ে পড়ে। মহালয়ার ঘট উত্তোলন পর্বেও একটি ভাল অর্থ খরচ হয়। এছাড়াও ৪ দিন ধরে পুজো এবং ভোগ বিতরণ করা হয়। এরই পাশাপাশি রয়েছে সারা বছর ধরে ভোগের ব্যবস্থা। যা বেশিরভাগ ক্ষেত্রেই পরিচালন কমিটিকে ভর্তুকি দিতে হয়। আর এই সমস্ত খরচের একটি বৃহৎ অংশই আসে এই গহনা ও বস্ত্র নিলাম থেকে সংগৃহীত অর্থ থেকে। তিনি জানান, তাঁরা আশা করছেন এবছর যেহেতু ৩দিন ধরে এই সমস্ত গহনা ও পোশাক নিলামের উদ্যোগ নেওয়া হয়েছে তার ফলে অবিক্রিত কিছু আর পড়ে না থাকারই সম্ভাবনা রয়েছে।
Like Us On Facebook