গোটা রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে পূর্ব বর্ধমান জেলাতেও। তাই বর্ধমান শহরে নতুন একটি সেফ হোম তৈরির পরিকল্পনা নিল প্রশাসন। বর্ধমান পৌরসভা পরিচালিত প্রান্তিক অনুষ্ঠান বাড়িতে এই সেফ হোম তৈরি হবে। কুড়ি থেকে পঁচিশ বেড থাকবে এই সেফ হোমে। দ্রুত কাজ সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। এর আগে বর্ধমানের কৃষি খামারে একটি ২০০ বেডের সেফ হোম আছে। কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকায় নতুন করে এই সেফ হোম বানানোর পরিকল্পনা নিয়েছে বর্ধমান পৌরসভা।
গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত ৪৭৮ জন জেলায় আক্রান্ত ছিল। তার মধ্যে বর্ধমান শহরেই আক্রান্তের সংখ্যা ১১৯ জন। জেলা প্রশাসনের দেওয়া বুলেটিন অনুযায়ী এখনও পর্যন্ত মোট আক্রান্ত- ২৫৫৯৬ জন। চিকিৎসাধীন- ৬৭৯৩ জন। সুস্থ- ১৮৫৭২ জন। মৃত- ২৩১ জন।