গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সব্জি ব্যবসায়ীর। মৃত ব্যক্তির নাম সামসুল হক মল্লিক (৫৭)। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের কেঁউদিয়া গ্রামে বসবাস মৃত ব্যক্তির পরিবারের। মঙ্গলবার ভোরে দুর্ঘটনাটি ঘটে বর্ধমান আরামবাগ রোডে বাঁকুড়া মোড় সংলগ্ন চকপুরোহিত এলাকায়। ঘাতক গাড়ির খোঁজ মেলেনি ।
পুলিশ সূত্রে জানা গেছে, পেশায় সব্জি ব্যবসাসী ছিলেন সামসুল হক। অন্যান্য দিনের মতো এদিনও ভোর তিনটে নাগাদ সব্জি কেনার জন্য সাইকেলে চড়ে পলেমপুরের পাইকারি সব্জি বাজারে যাচ্ছিলেন। পথে চকপুরোহিত এলাকায় কোন গাড়ি তাকে ধাক্কা মেরে পালায়। রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তায় পড়েছিলেন। সকালে স্থানীয় মানুষজন তাঁকে দেখতে পেয়ে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ষোঘনা করেন।
Like Us On Facebook