গ্রুপ ডি পরীক্ষা দিয়ে ফেরার পথে মৃত্যু হল এক পরীক্ষার্থীর। মৃতের নাম জয়দীপ চক্রবর্তী। বাড়ি আসানসোলের কাঁখয়া মধ্যপাড়ায়। তার পরীক্ষার সিট পড়েছিল নাদনঘাটের রায় দোগাছিয়া হাই স্কুলে। পরীক্ষা শেষে বাসে করে বাড়ি ফেরার পথে বর্ধমানের কুড়মুনের কাছে অসুস্থ বোধ করায় তাকে কুড়মুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান।
অপরদিকে, গ্রুপ ডি পরীক্ষা দিয়ে ফেরার পথে বাসের ছাদ থেকে পড়ে জখম হল তিন পরীক্ষার্থী। দুঘর্টনাটি ঘটেছে বর্ধমান বোলপুর জাতীয় সড়কের ভেদিয়াতে।জখম তিন পরীক্ষার্থীকে প্রথমে নিয়ে যাওয়া হয় গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। অবস্থার অবনি হওয়ায় তাদের ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। তিনজনেরই বাড়ি বর্ধমান শহরে। জখম পরীক্ষার্থী অশোক সাউয়ের বাড়ি বর্ধমানের দিঘীরপুলে। অশোকের পরীক্ষার সিট পড়েছিল আউশগ্রামের পিপিডি হাই স্কুলে। জখম পরীক্ষার্থী দীপ মণ্ডলের ওই একই স্কুলে পরীক্ষার সিট ছিল। দীপের বাড়ি বর্ধমানের কালনাগেটের কালিতলায়। অন্যদিকে জখম পরীক্ষার্থী মহম্মদ আসিফ নওয়াজ আনসারীর বাড়ি বর্ধমানের লোকোতে। জখম তিন পরীক্ষার্থী বাসের ছাদে চেপে বাড়ি ফিরছিল। ভেদিয়ার রেলের আণ্ডারপাসে বাস পার হওয়ার সময় তিনজনেই বাসের ছাদ থেকে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নয়ে যায়।