বর্ধমানে গোল্ড লোন সংস্থায় ডাকাতির ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেফতার করলো। ধৃতের নাম বিপ্লব রায়। বাড়ি সল্টলেকের নিউ টাউনের প্রমোদনগরে। সোমবার রাতে পুলিশ তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে। গত ১৭ জুলাই ভরদুপুরে বর্ধমান থানা থেকে একেবারে ঢিল ছোঁড়া দূরত্বে ডাকাতির ঘটনা ঘটে। বাধা দিতে গেলে দুষ্কৃতিদের ছোড়া গুলিতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়।
উল্লেখ্য, ১৭ জুলাই বিসি রোডে একটি বেসরকারি গোল্ডলোন সংস্থার অফিসে দুষ্কৃতিরা হানা দেয়। তাদের প্রত্যকের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। সংস্থার কর্মীদের মারধর করে সোনা লুট করে অবাধে দুষ্কৃতিরা চম্পট দেয়। দিনেদুপুরে বিসি রোডের মত জনবহুল জায়গায় ডাকাতি ও গুলি চালানোর ঘটনায় রীতিমত বাসিন্দারা হতবাক হয়ে যান। মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত বিপ্লবের সঙ্গে ডাকাতির ঘটনায় যুক্ত ব্যক্তিদের যোগাযোগ ছিল।