ফের কচ্ছপ উদ্ধার হল ডাউন দুন এক্সপ্রেস থেকে। সোমবার বর্ধমান স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ডাউন দুন এক্সপ্রেস থামলে জিআরপি রুটিন তল্লাশির সময় জেনারেল বগি থেকে বস্তাবন্দী ৩১ টি কচ্ছপ উদ্ধার করে। তবে এই ঘটনায় কেউ ধরা পড়েনি। কচ্ছপগুলিকে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, গত শনিবারও ডাউন দুন এক্সপ্রেস থেকে ৬০ টি বস্তাবন্দী কচ্ছপ উদ্ধার করে বর্ধমান স্টেশনের জিআরপি। গত দুতিন বছর কচ্ছপ উদ্ধারের ঘটনা সেই রকম না ঘটলেও গত ছ মাস ধরে ধারাবাহিক ভাবে মূলত ডাউন দুন এক্সপ্রেস থেকে কচ্ছপ উদ্ধার হচ্ছে। পাচারকারীরা বর্ধমান স্টেশনকে করিডর হিসাবে ব্যবহার করছে কি না সেই নিয়ে প্রশ্ন উঠেছে।
Like Us On Facebook