আগামী ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে খাদ্য উৎপাদন, বন্টন ও অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে একাধিক কর্মসূচি নেওয়া হল। এদিন জেলার সেরা কৃষক, সেরা সমবায়, সেরা রেশন ডিলার, সেরা রাইস মিলকে পুরস্কৃত করা হয়। হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহ-সভাধিপতি দেবু টুডু, জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, অতিরিক্ত জেলাশাসক অরিন্দম নিয়োগী প্রমুখরা।

খাদ্য দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা প্রসাশনের উদ্যোগে ৭৫ জন অপুষ্ট শিশু ও তাদের মায়েদের প্রত্যেককে প্রতিমাসে চাল, মুসুর ডাল, আটা, ছোলা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়াও রাস্তায় ভিক্ষা করেন এমন ৫০ জনকে ফুড কিট দেওয়া হবে। এদিন ভেদিয়ার চাষি সিতানাথ ঠাকুরকে সম্মানিত করা হয়। তিনিই প্রথম ২০১৭-১৮ বর্ষে সহায়ক মূল্যে ধান বিক্রি করেছিলেন। ধান কেনার ক্ষেত্রে কাটোয়ার শিবম সার্ভিস সমবায় সমিতিকে এবং তিনটি রাইস মিল সহ মেমারির এক রেশন ডিলারকে সম্মানিত করা হয়।

Like Us On Facebook