সোমবার বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে বৃক্ষরোপণ এবং জলসত্রের আয়োজন করা হয়। মূলত বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে রাজ্য জুড়েই বৃক্ষরোপণের আহ্বান জানান স্বয়ং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আহ্বানে সাড়া দিয়েই জেলা পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কুণাল আগারওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সহ জেলা পুলিশের পদস্থ আধিকারিক এবং পুলিশ কর্মীরা।
Like Us On Facebook