ফাইল চিত্র

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে জখম তিন জন। বুধবার ঘটনাটি ঘটেছে অম্বিকা কালনা রেল স্টেশনে। আহত তিন জনের মধ্যে দু’জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের বর্ধমান আসপাতালে স্থানান্তর করা হয়েছে। তৃতীয় ব্যক্তি কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অসম থেকে কামরুপ এক্সপ্রেসে তিন জন কালনায় চিকিৎসা করাতে আসছিলেন। তিন জনেই ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন। অম্বিকা কালনা স্টেশনে ট্রেন দাঁড়ালেও সেই সময় ঘুমিয়ে যাওয়ার ফলে ওই যাত্রীরা নামতে ভুলে যান। ট্রেন যখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে তখন ওই তিন যাত্রীর খেয়াল হয় অম্বিকা কালনা স্টেশন ছেড়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে। তখনই চলন্ত ট্রেন থেকে তিন যাত্রী নামতে যান। সেই সময়ই ওই ট্রেন যাত্রীরা পড়ে গিয়ে গুরুত্বর জখম হন। স্থানীয় মানুষজন তিন জনকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। তিন জনের মধ্যে দুজন গুরুত্বর আহত হওয়ায় ওই দুজনকে কালনা মহকুমা হাসপাতাল থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে দুজনের চিকিৎসা চলছে। অপর একজন কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

Like Us On Facebook