.

বুধবার শিবরাত্রি। শিবরাত্রি উপলক্ষে মন্দিরে মন্দিরে ভক্তিস্রোতে ভেসে যাবেন মহাদেব। সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন শিব মন্দির। প্রতি বছরের মতো এবারও আলমগঞ্জে শ্রী শ্রী বর্ধমানেশ্বর শিব মন্দিরে শিবরাত্রির পুজো উপলক্ষ্যে সাজিয়ে তোলা হয়েছে মন্দির চত্বর। মোটা শিব নামে খ্যাত বর্ধমানেশ্বর শিবলিঙ্গ কষ্টি পাথরের। ওজন প্রায় ১৩ টন, উচ্চতা ৬ ফুট, গৌরীপট্ট ১৮ ফুট, পরিধি ১৬ ফুট। শিবরাত্রি উপলক্ষ্যে বর্ধমানেশ্বর শিব মন্দিরের আশপাশে জুড়ে বসেছে মেলা।






Like Us On Facebook