.

রাত পোহালেই ভ্যালেন্টাইনস ডে। প্রেম দিবসে মাতবে গোটা বিশ্ব। পিছিয়ে নেই শহর বর্ধমানও। সেজে উঠেছে ফুলের দোকানগুলি। বিভিন্ন ধরণের গোলাপের পসরা চোখে পড়ার মতো। লাল, হলুদ, গোলাপী এমনকে কালো গোলাপেরও সম্ভারও বেশ চোখে পড়ছে। তবে চাহিদা বেশী লাল গোলাপের। ১০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে এক একটি গোলাপ। তবে প্রেমিক-প্রেমিকাদের কাছে দামটা কোন ফ্যাক্টরই নয়। মনের পিঞ্জরে থাকা মনের মানুষটির জন্য সেরা গোলাপটি বেছে নিতেই ব্যস্ত তাঁরা।

Like Us On Facebook