প্রতিবারের মত এবারেও প্রজাতন্ত্র দিবসের আগে জেলার গুরুত্বপূর্ণ জনবহুল এলাকাগুলিতে কঠোর নজরদারী শুরু হল বৃহস্পতিবার থেকেই। ৬৯তম প্রজাতন্ত্রদিবস উপলক্ষ্যে দুই বর্ধমান জেলার স্টেশন, বাসস্ট্যান্ড, শপিং মল সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে সকাল থেকেই পুলিশ কুকুর, মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হল। যেকোন ধরণের নাশকতা রুখতে দেশজুড়ে জারী হয়েছে হাই অ্যালার্ট জারী। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বিভিন্ন বাসস্ট্যাণ্ড, শপিং মল সহ জনবহুল এলাকাগুলি।

এরই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার সকাল থেকেই বর্ধমান স্টেশনে আরপিএফ ও জিআরপি আধিকারিকদের উপস্থিতিতে বর্ধমান স্টেশনের উপর দিয়ে যাওয়া দুরপাল্লার ট্রেন, যাত্রীদের লাগেজ দফায় দফায় স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হল। এমনকি স্নিফার ডগ দিয়ে রেলওয়ে ট্র্যাকও পরীক্ষা করে দেখা হল কোনো সন্দেহজনক বস্তু আছে কিনা।

পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ডের সীমান্ত আসানসোলের ডুবুরডিহি চেকপোস্টে ২৬ জানুয়ারির প্রাক্কালে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ঝাড়খন্ডের দিক থেকে আসা সমস্ত গাড়িকে দাঁড় করিয়ে তল্লাশি ও নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ সমস্ত হোটেলে নজরদারি চালাচ্ছে।




Like Us On Facebook