তিন দিন ধরে নিখোঁজ ছিলেন অন্ডাল থানার শ্রীরামপুর মানা এলাকার বাসিন্দা হরিদয়াল চৌধুরী (৬০)। শুক্রবার তাঁর মৃতদেহ উদ্ধার হল মানা এলাকার জঙ্গল থেকে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় শুক্রবার সকালে।

জানা গেছে, হরিদয়াল চৌধুরীর দুই স্ত্রী। একজন দসিরা দেবী। অপরজন হল পদ্মা গড়াই। হরিদয়াল চৌধুরী দসিরা দেবীর কাছে থাকতেন। তিনদিন আগে রেশন আনতে বেরিয়ে হরিদয়াল নিখোঁজ হয়ে যান। অন্ডাল থানায় মৌখিক অভিযোগ দায়ের করা হয়। হরিদয়ালের মৃত্যু নিয়ে খুনের অভিযোগ তোলেন দুই স্ত্রীই। দুই স্ত্রী একে অপরের দিকে অভিযোগের আঙুল তোলেন। এদিন মৃতদেহ উদ্ধারের পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতের শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে জানা গেছে।

Like Us On Facebook