.
কাটমানি নিয়ে আলোচনা শুরু হতেই দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেলে পাঁচ জন আহত হল। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বুদবুদের কসবা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিজেপির বুথ কমিটির মিটিং ছিল। মিটিংয়ে অন্যান্য দলীয় কর্মসূচি নিয়ে আলোচনার সঙ্গে সঙ্গে কাটমানি প্রসঙ্গ উঠতেই বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। তৃণমূল কংগ্রেস থেকে সদ্য বিজেপিতে যোগদান করা নব্য বিজেপি কর্মীদের সঙ্গে আদি বিজেপি কর্মীদের। জানা গেছে, এই সংঘর্ষের জেরে পাঁচ জন গুরুতর আহত হন। তাঁদের মানকর হাসপাতালে ভর্তি করার পর তিনজনকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অবস্থার সামাল দেয়। বিজেপি নেতৃত্ব অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। বিজেপি অভিযোগের আঙ্গুল তুলছে তৃণমূল কংগ্রেসের দিকে।
Like Us On Facebook