.

রাষ্ট্রের হিতে শিক্ষা, শিক্ষার হিতে শিক্ষক, শিক্ষকের হিতে সমাজ। শিক্ষকদের সামাজিক দায়বদ্ধতা সীমাহীন। শিক্ষকদের সামাজিক দায়বদ্ধতা নিয়ে দেশব্যাপী ১২ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি সর্বভারতীয় রাষ্ট্রবাদী শিক্ষক সংগঠনের পক্ষ থেকে কর্তব্যবোধ দিবস পালন করা হচ্ছে। রবিবার দুর্গাপুরের বিধান নগরে জাতীয়তাবাদী অধ্যাপক সংঘ, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘ এবং বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘ যৌথ ভাবে কর্তব্যবোধ দিবস পালন করল। সংগঠনের কর্মকর্তারা বর্তমান অবক্ষয়ের সময়ে ছাত্র-শিক্ষক সম্পর্ক থেকে রাষ্ট্রগঠনে শিক্ষকদের কর্তব্যবোধ নিয়ে বক্তব্য রাখেন।দেশ গঠনে স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষ চন্দ্র বসুর আদর্শ মেনে চলার আহ্বান জানান সংগঠনের বক্তারা।

Like Us On Facebook