নূতনগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা শিক্ষামূলক ভ্রমণে আলিপুর চিড়িয়াখানা ঘুরে এল। শনিবার সর্বশিক্ষা মিশনের আর্থিক সহায়তায় পড়ুয়াদের আলিপুর চিড়িয়াখানা নিয়ে গেলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। বর্ধমান থেকে বাস রিজার্ভ করে পড়ুয়াদের চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়।

শীত মরসুমে আলিপুর চিড়িয়াখানায় বিভিন্ন পশু-পাখি দেখে এবং পিকনিকের মত খাওয়া দাওয়া করে দিনটি উপভোগ করল পড়ুয়ারা। এতদিন বইয়ের ছবিতে দেখা বিভিন্ন পশু-পাখি বাস্তবে দেখে তাক লেগে যাওয়ার জোগাড় কয়েকজন খুদের। জানা গেছে, গত কয়েক বছর ধরে এই ধরণের শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করছে সর্বশিক্ষা মিশন। পড়ুয়াদের যাতায়াতের খরচ, বিভিন্ন জায়গায় বেড়ানোর টিকিট, খাওয়া-দাওয়া, সবই দেওয়া হয় সর্বশিক্ষা মিশনের পক্ষ থেকে।



Like Us On Facebook