দেড় বছরের শিশুর শ্বাসনালীতে সফল অস্ত্রোপচার বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। বের করা হল শ্বাসনালীতে আটকে থাকা বাদাম। প্রাণ ফিরে পেল শিশু। কিছুদিন আগে তেরো মাসের এক শিশুর শ্বাসনালীতে আটকে থাকা মোবাইল চার্জারের টুকরো বের করেন বর্ধমান হাসপাতালের চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মন্তেশ্বরের কাইগ্রামের বছর দেড়েকের সেখ মোস্তাক অসুস্থ হয়ে পড়ে। তার শ্বাসকষ্ট এবং কাশি হতে থাকে। পরিবারের লোকজন মোস্তাককে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি জানান মোস্তাকের শ্বাসনালীতে কিছু আটকে আছে। তাকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন ওই চিকিৎসক।

২৮ নভেম্বর মোস্তাককে বর্ধমান হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন। মোস্তাককে হাসপাতালের শিশুবিভাগে ভর্তি করা হয়। শনিবার তার অবস্থার অবনতি হলে তাকে ইএনটি বিভাগে রেফার করা হয়। সামগ্রিক পর্যবেক্ষণের পর মুস্তাকের শ্বাসনালীতে কিছু একটা আটকে আছে অনুমান করে কর্তব্যরত ডাক্তাররা তড়িঘড়ি অপারেশন করার সিদ্ধান্ত নেন। ডাঃ গণেশ গায়েনের নেতৃত্বে পাঁচ সদস্যের টিম অপারেশনের দায়িত্ব নেন। পরিবারের অনুমতিক্রমে রিজিড ব্রঙ্কোস্কপি করে কোন রকম রক্তপাত ছাড়াই ২০ মিনিটের চেষ্টায় আসে সফলতা।শ্বাসনালীতে আটকে থাকা বাদাম বের করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল।

Like Us On Facebook