আরএসভি(রেসপিরেটরি সিন্সিটিয়াল ভাইরাস) ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই। সতর্ক থাকুন, জানালেন রাজ্যের শিশু ও নারী কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, পূর্ব ও পশ্চিম বর্ধমান, সমাজ কল্যাণ ইউনিটের পক্ষ থেকে বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে আয়োজিত বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে একথা জানান তিনি।
রাজ্য জুড়েই চোখ রাঙাচ্ছে আরএসভি ভাইরাস। বিভিন্ন জেলাতেই ক্রমশ বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যাও। তবে শিশু মৃত্যুর সংখ্যা স্বাভাবিক বলেই স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে। শুধুমাত্র বর্ধমান হাসপাতালেই গত একমাসে বারোশো শিশু ভর্তি হয়েছে বলে জানানো হয় হাসপাতালের পক্ষ থেকে। তবে সব থেকে বেশী স্বাস্থ্যদফতরকে ভাবিয়ে তুলেছে আক্রান্তের অর্ধেকেরও বেশী শিশুর বয়স কিন্তু ৬ মাসের কম। গত একমাসে মারাও গেছে ৯ শিশু। ইতিমধ্যেই বর্ধমান হাসপাতালে খোলা হয়েছে এআরআই ওয়ার্ড। বাড়ানো হয়েছে বেডের সংখ্যাও। তবে বর্ধমান হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসকেরা জানিয়েছেন আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথেই আরএসভি ভাইরাসে আক্রান্ত শিশুর সংখ্যা কমবে। এবার সেই আশ্বাসই মিললো শিশু ও নারী কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজার কাছে থেকে।