.
রবিবার কলকাতায় ২১ শের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের বিজেপির কাছ থেকে ব্ল্যাকমানি ফেরতের দাবিতে সরব হওয়ার নির্দেশ দিতেই নতুন উদ্দীপনায় বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়লেন তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা। ব্যাক্লমানি ফেরত চেয়ে পোস্টার পড়লো পূর্ব বর্ধমানের কুড়মুনে।কুড়মুন ১ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলাই বাউরী নিজে হাতে ব্যাক্লমানি ফেরতের পোস্টার লিখে ছোটবেলুন গ্রামের বিভিন্ন দেওয়ালে লাগিয়ে দেন। তিনি বলেন, ‘বিজেপি রাতের অন্ধকারে কাটমানির পোস্টার দিচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেস রাতের অন্ধকারে নয় প্রকাশ্যে দিনের বেলায় পোস্টার দিচ্ছে।’ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Like Us On Facebook