নতুন বছরের শুরুতে দুর্গাপুরের অটো রিক্সা পরিষেবায় পেটিএম-এর মাধ্যমে লেনদেন চালু হতে চলেছে। প্রাথমিক পর্যায়ে প্রায় ৩০ টি মতো অটোতে এই পরিষেবা মিলবে বলে জানা গেছে। দুর্গাপুরের বিভিন্ন রুটে প্রায় ৩০০০ মতো অটো চলাচল করে। তার মধ্যে ৩০ টি অটোতে পেটিএম-এর মাধ্যমে লেনদেন শুরু হবে। সংখ্যাতত্ত্বের বিচারে এই সংখ্যাটি খুব কম হলেও অনেকেই মনে করছেন নতুন প্রজন্মের অটোচালকদের এটা একটা যুগোপযোগী সিদ্ধান্ত, সময়ের সঙ্গে এই সংখ্যা বাড়বে বলে আশা করছেন তাঁরা। পেটিএম-এর মাধ্যমে লেনদেন শুরু করতে চলা অটোচালকরা জানান নগদ এবং পেটিএম উভয় ব্যবস্থাই চালু থাকবে। যাত্রীরা সুবিধামত নগদ বা পেটিএম-এর মাধ্যমে ভাড়া দিতে পারবেন।
খুচরো নিয়ে অটোচালকের সাথে যাত্রীর ঝামেলা প্রায়ই শোনা যায়। সেই ছবি হয়তো এ বার পাল্টাবে। ভাড়া দেবার জন্য পকেট থেকে খুচরো পয়সা বার করার পরিবর্তে এবার স্মার্টফোন বার করলেই মুশকিল আসান।
অটো চালক বলরাম সিং জানান পেটিএম ব্যবস্থা চালু করলে যাত্রীদের সঙ্গে খুচরো নিয়ে দৈনন্দিন ঝামেলা দূর হবে। এখন যুগ বদলে গেছে, বেশির ভাগ যাত্রী ও অটো চালকের কাছেই স্মার্টফোন রয়েছে এবং সকলেই কমবেশি ইন্টারনেট ব্যবহার করে। স্বাভাবিক ভাবেই পেটিএম-এ লেনদেন চালু হলে যাত্রী এবং অটো চালক উভয়েরই সুবিধা হবে।